তেহরান (ইকনা): মুসলিম শাসনামলে স্পেনের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তার বিস্তৃত শিল্প-কারখানা ও ব্যাপক শিল্পোৎপাদন। তখন ইউরোপের খ্রিস্টান রাষ্ট্রগুলোর সম্মিলিত বার্ষিক রাজস্বের চেয়ে মুসলিম স্পেনের রাজস্বের পরিমাণ বেশি ছিল। শুধু রাজধানী কর্ডোভাতেই ছিল ১৩ হাজার তাঁতকল এবং আলমেরিয়াতে ছিল ৪৮ শ তাঁতকল। চামড়াশিল্পেরও ব্যাপক উন্নয়ন ঘটেছিল।
সংবাদ: 3472406 প্রকাশের তারিখ : 2022/09/05